নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার লিগটা ম্যানচেস্টারের আকাশী অংশেই ফিরছে, বিষয়টা বহু আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন কেবল তা আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষা। ম্যানচেস্টার সিটির সে লিগজয় আজই নিশ্চিত হয়ে যেতে পারে লিভারপুলের জয়ে।
আগের দিন নিজেদের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে কোচ পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে এদিন কোচ গার্দিওলা বিশ্রাম দিয়েছিলেন প্রথম সারির প্রায় সব খেলোয়াড়কে। যার ফলে প্রথমার্ধে কিছুটা অবশ্য ধুঁকেছে তার দল, পায়নি গোলের দেখাও।
৫৭ মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙে ‘বুড়ো’ সার্জিও আগুয়েরোর কল্যাণে। এর ঠিক ৮৪ সেকেন্ডের মধ্যে ফেরান তরেসের আঘাতে ২-০ গোলের জয় পায় সিটি। এর ফলে লিগ জয়ের আরেকটু কাছে চলে এসেছে গার্দিওলার দল। এ জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে ২৫ জয় ও ৫ ড্রয়ে ম্যান সিটির ঝুলিতে জমা পড়ল ৮০ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউনাইটেডের ঝুলিতে রয়েছে ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট।
দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড আর একটা ম্যাচ হারলেই কেল্লাফতে। সে সম্ভাবনাই আজ তৈরি হয়েছে রেড ডার্বি, লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে।
তবে ক্লপের দল ইউনাইটেডকে হারাতে না পারলেও ক্ষতি নেই সিটির। পরের চার ম্যাচের যে কোনো একটিতে জিততে পারলেই এক মৌসুম পর আবারও নিজেদের ঘরে তুলবে শিরোপা। তবে সিটির বড় পরীক্ষা অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগে। আগামী বুধবার রাতে পিএসজির বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ফাইনালের লক্ষ্যে যে আছে প্রিমিয়ার লিগের ‘প্রায়’ শিরোপাজয়ীরা।
Discussion about this post