খেলাধূলা ডেস্ক
সমীকরণ ছিল সাস্সুয়োলোর মাঠে আতালান্তার পরাজয় অথবা ড্র, যাই হোক না কেন শিরোপা জিতবে ইন্টার মিলান। মিলে গেল তেমনটি, রোববার সাস্সুয়োলোর বিপক্ষে আতালান্তা ১-১ ড্র করায় মাঠে না নেমেই সেই দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়নের মুকুট পরলো ইন্টার।
এনিয়ে ১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল ইন্টার। একই সঙ্গে শেষ হলো ইতালির শীর্ষ লিগে ইউভেন্তুসের ৯ বছরের আধিপত্যের।
সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে আসরটির শিরোপা জিতেছিল ইন্টার মিলান।
Discussion about this post