খেলাধূলা ডেস্ক
শ্রীলঙ্কা সফরের শেষটা ভালো হলো না বাংলাদেশ ক্রিকেট দলের। সিরিজের প্রথম ম্যাচে সমানে-সমান লড়ে ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে মিলল ২০৯ রানের বিশাল পরাজয়। দুই ইনিংস মিলে শ্রীলঙ্কার করা এক ইনিংসের সমান রানই করতে পারেনি বাংলাদেশ দল।
অবশ্য করতে পারেননি বলার চেয়ে, করতে দেননি বলা ভালো। কেননা দুই ইনিংসেই শ্রীলঙ্কার অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে জয়াবিক্রমের শিকার ১১ উইকেট।
অভিষেক টেস্টে এতদিন ধরে বাঁহাতি স্পিনারদের মধ্যে সেরা বোলিং ছিল আলফ ভ্যালেন্টাইনের। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ২০৪ রানে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় ৭১ বছর পর সেই রেকর্ড এখন নিজের দখলে নিলেন জয়াবিক্রম।
সবমিলিয়ে টেস্ট অভিষেকে ১০ বা তার বেশি উইকেট নেয়া ১৬তম বোলার জয়াবিক্রম। সবশেষ ২০০৮ সালে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে এ কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার অফস্পিনার জেসন ক্রেজা। শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে অভিষেকে ১০+ উইকেট শিকারের তালিকায় নাম তুলেছেন জয়াবিক্রম।
অভিষেক ম্যাচে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ডটা ভারতের সাবেক স্পিনার নরেন্দ্র হিরওয়ানির দখলে। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চেন্নাই টেস্টে ১৩৬ রানে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। দুই ইনিংসে তার শিকার ছিল যথাক্রমে ৮/৬১ ও ৮/৭৫।
Discussion about this post