খেলাধূলা ডেস্ক
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে সাকিব আল হাসানের দু’দফা করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’বারই নেগেটিভ এসেছে তার ফল। অন্যদিকে মোস্তাফিজের প্রথম দফার পরীক্ষার ফলও এসেছে নেগেটিভ আজ।
গত বৃহস্পতিবার বিকালে দেশে ফিরে শুক্রবার প্রথম দফায় নমুন দিয়েছিলেন সাকিব। তার ফল নেগেটিভ আসে শনিবার। ওই দিনই দ্বিতীয় দফায় নমুনা দেন এই অলরাউন্ডার। সেটির ফলও নেগেটিভ এসেছে রবিবার।
এদিকে হোটেল কোয়ারেন্টিনে থাকা স্ত্রীসহ মোস্তাফিজের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। রবিবার মোস্তাফিজ ও তার স্ত্রীর দ্বিতীয় দফায় নমুনাও নেওয়া হয়েছে। সাকিব ও মোস্তাফিজের করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন। তিনি বলেছেন, ‘সাকিবের ইতোমধ্যে দু’বার করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু’বারই তার নেগেটিভ এসেছে। আর মোস্তাফিজের প্রথম পরীক্ষার ফলও নেগেটিভ এসছে। আজ দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে। কাল (রবিবার) ফল আসবে।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারতের সঙ্গে বাংলাদেশের সব যোগাযোগ বন্ধ থাকায় সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছিল। অবশেষে বিশেষ বিবেচনায় নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। এর পরেই চলে যান কোয়ারেন্টিনে।
সূচি অনুযায়ী, ১৮ মে দেশে ফেরার কথা ছিল সাকিব-মোস্তাফিজের। ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকলে তখন তাদের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা কঠিন হয়ে যেত। যেহেতু তারা আগেই দেশে ফিরতে পেরেছেন, তাই ২৩ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজ খেলতে আর কোনও সমস্যা থাকার কথা নয়। তাদের কোয়ারেন্টিন শেষ হবে আগামী ২০ মে। এর পর অবশ্য মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পাবেন তারা।
Discussion about this post