খেলাধূলা ডেস্ক
গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলার ঘটনায় ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ। বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন।
মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম। পোস্টে ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে তিনি ক্যাপশন করেছেন, ‘আমি, মুশফিকুর রহিম। বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’ ফিলিস্তিনের পতাকার নিচে এক কোণায় লেখা ‘শক্ত থাকো, ফিলিস্তি।’
শুধু মুশফিক নন, দেশের অনেক ক্রিকেটারই ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন। জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলামবিপ্লব ফিলিস্তিনের পতাকা দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুন, আমিন।’
যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী মর্মস্পর্শী একটি ছবি পোস্ট করেছেন। বাচ্চা একটি ছেলেকে ইসরায়েলি সেনাবাহিনী কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে- এমন একটি ছবি পোস্ট করে আকবরের ক্যাপশন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক। আমিন।’
ছোট্ট একটি শিশুকে নিয়ে ভীত এক মায়ের ছবি পোস্ট করে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন পেসার রুবেল হোসেন, ‘ফিলিস্তিন আমরা আপনাদের পক্ষে আছি। আমাদের প্রার্থনায় সবসময় আছেন আপনারা।’
বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা সুমন খান লিখেছেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক। আমিন!’
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় গাজায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অনেক বাড়ি বিধ্বস্ত হয়েছে ইসরায়েলি হামলায়। পাল্টা লক্ষ্য করেও রকেট ছুড়েছে হামাস।
প্রসঙ্গত, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সাম্প্রতিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এর অবসানের ইঙ্গিতও খুব সামান্য। ইসরায়েলি গোলাবর্ষণে গাজায় ৬১ শিশুসহ অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজা থেকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।
Discussion about this post