খেলাধূলা ডেস্ক
করোনা পরিস্থিতিতে প্রিমিয়ার লিগে দর্শক ফিরেছে প্রায় এক বছরেরও বেশি সময় পর। এমন দিনে দর্শকদের এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিলো ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। নিজেদের মাঠে শুরুতে দুই গোলে পিছিয়েও লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
পুরো ম্যাচটাই ছিল রোমাঞ্চকর। শুরুতে দ্বিতীয় মিনিটে অসাধারণ এক গোল করে স্বাগতিক ৮ হাজার ব্রাইটন দর্শককে স্তব্ধ করে দিয়েছিলেন ইলকায় গুন্দোগান। দশম মিনিটে আবার দশ জনের দলে পরিণত হয় সিটি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কানসেলো।এর পরেও আক্রমণে ধার কম ছিল না সিটির। দ্বিতীয়ার্ধের তিন মিনিট পর সিটির ব্যবধান বাড়িয়ে নিয়েছিলেন ফিল ফোডেন।
অবশ্য স্বাগতিক হওয়ায় ব্রাইটনও ছেড়ে দেয়নি চ্যাম্পিয়নদের। ঘুরে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গেই। ৫০ মিনিটে স্কোর ২-১ করে দেন বদলি খেলোয়াড় লিয়ান্ড্রো ট্রসার্ড। দারুণ এক হেডে ৭২ মিনিটে সমতা ফেরান অ্যাডাম ওয়েবস্টার। চার মিনিট বাদে সিটিকে ম্যাচ থেকেই ছিটকে দেন ড্যান ।
এই হার অবশ্য টানা রেকর্ডের ইতি টেনে দিয়েছে সিটির। প্রিমিয়ার লিগে টানা ১২টি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল তারা।
এদিকে লিস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে চেলসি। তিন দিন আগে এফএ কাপের ফাইনালে এই চেলসিকেই হারিয়ে দিয়েছিল লিস্টার। কিন্তু দর্শক ফেরার দিনে উজ্জীবিত থাকায় প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ হাতছাড়া করেনি চেলসি। এই জয়ে লিস্টারকে টপকে তিনে উঠে গেছে তারা। ৩৭ ম্যাচে চেলসির সংগ্রহ ৬৭ পয়েন্ট। লিস্টারের সংগ্রহ সমান ম্যাচে ৬৬।
Discussion about this post