খেলাধূলা ডেস্ক
সুইজারল্যান্ডের বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ তে রোমান সানা ও দিয়া সিদ্দিকী এখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। প্রথমবারের মতো সোনা জেতার হাতছানি তাদের সামনে। আগামীকাল (রবিবার) লুজানের এক্সিলেন্স আর্চারি সেন্টারে বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। আশায় বুক বেঁধে রোমান-দিয়া তাকিয়ে সোনার পদকের দিকে।
ফাইনালের পথে বাংলাদেশ শক্তিশালী জার্মানি, স্পেন, ইরান ও কানাডাকে হারিয়েছে, যা ছিল অনেকটা চমকের মতো। বিশেষ করে, অনেকদিন পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে রোমান-দিয়া নিজেদের যেন উজাড় করে দিচ্ছেন।
এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নিজেই কিছুটা বিস্মিত, ‘ওরা অনেক ভালো পারফরম্যান্স করেছে। এককথায় অসাধারণ। রোমান তো পরীক্ষিত। দিয়া নতুন হিসেবে নিজের পারফরম্যান্স দেখিয়েছে। ফাইনালে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে। এজন্য অবশ্য দিনটি আমাদের হতে হবে। আবহাওয়া অনুকূলে থাকতে হবে।’
দেশের আর্চারির পোস্টার বয় রোমান ফাইনাল জিততে মুখিয়ে, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। এটা অনেক আনন্দের। ফাইনালে উঠেছি। চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য।’
রোমান দেশে পরিচিত নাম হলেও দিয়া সিদ্দিকী সেই তুলনায় নতুন সেনশেসন। ফাইনালে উঠে উচ্ছ্বসিত ১৭ বছর বয়সী এই আর্চার, ‘আমার বিশ্বাস হচ্ছিল না যে ফাইনালে উঠেছি। আমি আসলে ভীষণ রোমাঞ্চিত।’
সাফল্যের মাপকাঠিতে অন্য দেশগুলো সমীহর চোখে দেখছে বাংলাদেশকে। আগামীকাল ফাইনাল জিততে পারলে সমীহ শত গুণ বেড়ে যাবে। আর সেটাই করে দেখাতে চাইছেন রোমান-দিয়ারা।
Discussion about this post