খেলাধূলা ডেস্ক
পুরো মৌসুমের মতো শেষ দিনেও রোমাঞ্চের সবটুকু নিয়ে হাজির হয়েছিল লা লিগা। অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের নিশ্চয়ই প্রেশারটা বেড়ে গেছে একটু।
আলাদা ম্যাচে শুরুতে গোল খেয়ে বসেছিল দুই দলই। শেষ অবধি নিজেদের ম্যাচ জিতে লা লিগার চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
শেষটাও হলো বেশ নাটকীয়। কিন্তু তার আগেই সমর্থকরা জেনে গেছেন এবারের লা লিগার মুকুট উঠলো অ্যাটলেটিকো মাদ্রিদের মাথায়। কারণ রিয়াল ভায়াদোয়িদের মাঠে গিয়ে প্রথমে পিছিয়ে পড়লেও অ্যাঞ্জেল কোরেয়া এবং লুইস সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলেছে তারা।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য জয়ই প্রয়োজন ছিল অ্যাটলেটিকোর। রিয়াল মাদ্রিদ পেছন থেকে যেভাবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল, তাতে ড্র করলেও হোঁচট খেতে হতো তাদের। কিন্তু সেই হোঁচটটা শেষ মুহূর্তে আর খেতে দিলেন না বার্সেলোনা থেকে বিতাড়িত হয়ে অ্যাটলেটিকোয় আসা লুইস সুয়ারেজ।
এটি তাদের ১১তম লিগ শিরোপা জয়। সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে লিগ জিতেছিল ডিয়েগো সিমিওনের শীর্ষরা। অবশ্য তাতেও লা লিগা বেশিবার জয়ের তালিকায় তৃতীয় স্থানেই রয়ে গেছে তারা। খুব বেশি কমেনি শীর্ষ দুই দল বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের সঙ্গে বড় পার্র্থক্যও। রিয়াল ৩৪ আর বার্সা স্প্যানিশ লিগ জিতেছে ২৬ বার।
Discussion about this post