খেলাধূলা ডেস্ক
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১০৩ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে টাইগাররা। ফলে শুক্রবার শেষ ম্যাচটি আর সিরিজের ফল নির্ধারণে কোনো ভূমিকা রাখবে না।
তবে এখনই আরাম-আয়েশের কারণ দেখছেন না দুই ম্যাচেই ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হওয়া মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৩০ রানে ৪ ও পরেরটিতে ২৮ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন মিরাজ। তবু শেষ ম্যাচটি হালকাভাবে নেয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছেন এ ২৪ বছর বয়সী অফস্পিনার।
এর পেছনে কারণ একটিই, তা হলো বিশ্বকাপ সুপার লিগ। চলতি সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। যেখানে প্রতি ম্যাচে রয়েছে ১০টি করে পয়েন্ট। তাই সিরিজ জিতে গেলেও, পূর্ণ ৩০ পয়েন্ট পাওয়ার লক্ষ্যে শেষ ম্যাচেও সমান গুরুত্বের সঙ্গে খেলার কথা বলেছেন মিরাজ।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় মিরাজ বলেছেন, ‘আমাদের আয়েশ করার কিছু নেই। এখানে কিন্তু (সুপার লিগের) পয়েন্টের খেলা। এসব পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। (একটি ম্যাচের) দশটা পয়েন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা বিশ্বকাপের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।’
তিনি আরও যোগ করেন, ‘এখন কিন্তু বাছাইপর্ব চলছে, যারা সেরা সাতে থাকবে তারাই বিশ্বকাপ খেলবে। আমরা সিরিজ জিতেছি এটা আমাদের জন্য অনেক ভালো একটা অর্জন, শ্রীলঙ্কার সাথে প্রথমবার সিরিজ জিতেছি। পাশাপাশি দশটা পয়েন্টও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে হয়তো আমাদের আরও কঠিন অবস্থায় পড়তে হবে। আমরা যদি এই দশটা পয়েন্ট পেয়ে যাই, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে।’
আগামী শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
Discussion about this post