খেলাধূলা ডেস্ক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) গত বছর ব্যক্তিগত কারণে খেলা হয়নি ক্রিস গেইলের। তবে এবারের আসরে দেখা যাবে ক্যারিবীয় ব্যাটিং দানবকে।
পুরনো দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দিয়েই সিপিএলে ফিরছেন তিনি। যে দলটিতে এরই মধ্যে ভেড়ানো হয়েছে ডোয়াইন ব্রাভোকেও। গেইলের ফেরার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সেন্ট কিটস।
পুরনো দলে বার বার ফিরে যাওয়ার নজির আগেও রেখেছেন গেইল। চার মৌসুম নিজের ঘরের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াহসে খেলেছেন। সেখান থেকে সেন্ট কিটসে যাওয়ার আগে জিতেছেন দুটি শিরোপা। এর পর সেন্ট কিটসের হয়ে ২০১৭ সালে ফাইনাল খেলার পর আবার ২০১৯ সালে ফিরে যান জ্যামাইকায়।
সিপিএলের এবারের আসরটি হবে সেন্ট কিটসে। নবম আসরটি শুরু হবে ২৮ আগস্ট। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের ৩৩টি ম্যাচই হবে ওয়ার্নার পার্ক গ্রাউন্ডে। গত আসরটি হয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়।
প্রসঙ্গত, সিপিএল ড্রাফট অনুষ্ঠিত হবে শুক্রবার। সেদিনই সব ফ্র্যাঞ্চাইজির দল সম্পর্কে জানা যাবে।
Discussion about this post