খেলাধূলা ডেস্ক
সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ-প্রত্যেকেই নিজ নিজ দলের অধিনায়ক। কিন্তু তামিম ইকবাল অধিনায়কত্ব নিতে রাজি হননি। ঢাকা প্রিমিয়ার লিগে তাই প্রাইম ব্যাংককে নেতৃত্ব দিচ্ছেন এনামুল হক বিজয়।
তবে কাগজে কলমে অধিনায়ক না হলেও তামিমই দল পরিচালনার মূল দায়িত্বে থাকবেন জানিয়ে দিয়েছিলেন প্রাইম ব্যাংকের কোচ সারোয়ার ইমরান। মাঠেও তেমনটাই দেখা গেল। এমনকি ব্যাটিংয়েও সামনে থেকে নেতৃত্ব দিলেন তামিম।
টসে হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৯২ রান দাঁড় করিয়েছিল গাজী গ্রুপ। জাকির হাসান ২২ বলে খেলেন ২৬ রানের হার না মানা ইনিংস। তবে মাহমুদউল্লাহ রিয়াদ সুবিধা করতে পারেননি। গাজী গ্রুপ অধিনায়ক ৭ বলে ৫ রান করে আউট হন।
এছাড়া মাহেদি হাসান ১২ বলে ১৪, সৌম্য সরকার ১৩ বলে ১৪, আকবর আলি ৩ বলে করেন ৬ রান। শেষদিকে নেমে ৪ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রানের ক্যামিও ইনিংস উপহার দেন মুমিনুল হক।
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলন নাঈম হাসান। ২ ওভারে ১২ রান খরচায় ২ উইকেট নেন এই অফস্পিনার। জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও তার দুরন্ত ফর্ম ধরে রেখেছেন। ৩ ওভারে ২১ রান দিয়ে কাটার মাস্টার নেন ২টি উইকেট। এছাড়া ৩ ওভারে ২৭ রানে একটি উইকেট নেন শরিফুল ইসলাম।
Discussion about this post