খেলাধূলা ডেস্ক
গতকাল মঙ্গলবার( ১জুন) শুরু হয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা ২০২১ এর বাছাই এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ । বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর সভাপতি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
এ সময় এশিয়ান দাবা ফেডারেশনের নির্বাহী পরিচালক আবুনদো কাস্তো, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, প্রধান বিচারক মো. হারুন অর রশিদ, শ্রীলংকা দাবা ফেডারেশনের সভাপতি লক্ষণ বিজয়সুরিয়া, দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য আন্তজাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও সজল মাহমুদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলসহ ২১ জন, মালদ্বীপ হতে ২ জন, নেপাল হতে ৩ জন, পাকিস্তান হতে ১০ ও শ্রীলংকার হতে ৩ জন খেলোয়াড় এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন।
Discussion about this post