খেলাধূলা ডেস্ক
আইসিসি কর্তৃক পাওয়া দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার ক্রিকেটে ফিরছেন শ্রীলঙ্কার কিংবদন্তি খেলোয়াড় সনাৎ জয়াসুরিয়া। অস্ট্রেলিয়ার মেলবোর্নে মালগ্রেভ ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন। যার মধ্য দিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারির পর ক্রিকেটে ফিরছেন জয়াসুরিয়া।
দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে ১১০ টেস্ট ও ৪৪৫ ওয়ানডে খেলেছেন জয়াসুরিয়া। এবার তিনি কোচিংয়ে প্রবেশের মাধ্যমে সাবেক সতীর্থ তিলকারাত্নে দিলশান ও উপুল থারাঙ্গার সঙ্গে যোগ দেবেন। তারা দুজনই ইস্টার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিযোগিতার অংশ।
জানা গেছে, দিলশানের অনুপ্রেরণায়ই এ দায়িত্ব নিয়েছেন জয়াসুরিয়া। মালগ্রেভ ক্লাবের প্রেসিডেন্ট মলিন পুল্লেনায়েগাম বলেছেন, ‘দিলশান আমাদের জন্য পথটা খুলে দিয়েছেন। এটা আমাদের জন্য দারুণ একটা প্রস্তাব ছিল। আমরা শুধু এটা নিয়ে কাজ করেছি এবং একটা চুক্তিতে পৌঁছতে পেরেছি।’
মালগ্রেভ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সঙ্গে জয়াসুরিয়ার আনুষ্ঠানিক চুক্তি শুধুমাত্র কোচিংয়ের জন্যই হয়েছে। তবে লঙ্কান কিংবদন্তি যদি ব্যাট-প্যাড নিয়ে খেলোয়াড়ি ভূমিকা পালন করতে চান, সেটিতেও স্বাগত জানানো হবে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তদন্ত কর্মকর্তাদের সাহায্য করতে অনীহা প্রকাশ করায় ২০১৮ সালের ১৫ অক্টোবর থেকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন জয়াসুরিয়া। তার ওপর তদন্ত শুরু হয়েছিল ২০১৭ সালে জিম্বাবুয়ের লঙ্কা সফর থেকে। তখন জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন জয়াসুরিরা।
Discussion about this post