খেলাধূলা ডেস্ক
ক্রোয়েশিয়া রাশিয়া বিশ্বকাপে ফাইনাল খেলে নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল । সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ইউরোর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে এলো লন্ডনে। কিন্তু ৯০ মিনিটের খেলা শেষে ক্রোয়েশিয়ার সেই আত্মবিশ্বাস আর থাকলো না।
উল্টো হারতে হলো। গ্রুপ ‘ডি’র প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ানদের ১-০ গোলে হারিয়ে এবারের ইউরো কাপে শুভ সূচনা করলো ইংল্যান্ড।
রহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে ইউরো-২০২০ অভিযান জয় দিয়েই শুরু করল ইংল্যান্ড।
রোববার ওয়েম্বলিতে আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।
‘দ্য ত্রি লায়ন্স’রা অবশ্য শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ফিল ফোডেন সুবিধাজনক অবস্থানে বল পেয়ে শট নিলেও বল পোস্টে লেগে ফিরে আসে। তবে বড় কোনো টুর্নামেন্টে নিজের প্রথম গোলের মাধ্যমে স্বাগতিক সমর্থকদের হতাশা দূর করে করে দেন স্টার্লিং।
অন্যদিকে ক্রোয়েশিয়ার জন্য ম্যাচটা চরম হতাশার। কারণ ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে সেভাবে পরীক্ষার মুখেও ফেলতে পারেনি তারা। অথচ ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা মস্কোর সেমিফাইনালে ইংলিশদের পাত্তাই দেয়নি।
এবারের দেখায় অবশ্য দুই দল সেয়ানে সেয়ানে লড়াই করেছে। দুই দলই প্রায় ৫০ শতাংশ সময় বল দখলে রাখে। শটের সংখ্যাও সমান ৮টি করে, যার মধ্যে সমান ২টি করে ছিল গোলমুখে। তবে শেষ পর্যন্ত স্টার্লিংয়ের ওই এক গোলই পার্থক্য গড়ে দেয়।
এই জয়ে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে উঠে গেল ইংল্যান্ড। আগামী শুক্রবার এই ওয়েম্বলিতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন হ্যারি কেনরা।
Discussion about this post