খেলাধূলা ডেস্ক
অবশেষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
রোববার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরুর এক ঘন্টার মধ্যেই ইংলিশদের ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
২০১৪ সালের পর এই প্রথম ঘরের মাটিতে সিরিজ হারলো ইংল্যান্ড। এর আগে শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচ সিরিজে ০-১ ব্যবধানে হেরেছিল তারা। অন্যদিকে ২২ বছরের মধ্যে ইংলিশদের মাটিতে এই প্রথম সিরিজ জিতলো নিউজিল্যান্ড।
এমন দুর্দান্ত সিরিজ জয়ের টাটকা স্মৃতি নিয়ে কিউইরা আগামী শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। অন্যদিকে আগামি আগস্টে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংলিশরা।
৯ উইকেটে ১১২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংলিশরা। এগিয়ে ছিল ৩৭ রানে। ফলে চতুর্থ দিনের খেলা যতটা দীর্ঘায়িত করা যায়, ইংলিশদের লক্ষ্য ছিল সেটাই। কিন্তু শুরুতেই বোল্টের বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে স্টোন ক্যাচ তুলে দিলে সব আশা বৃথা যায় স্বাগতিকদের।
পরে ব্যাটিংয়ে নামা কিউইদের অবশ্য শুরুতেই ধাক্কা দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড কনওয়েকে (৩) দ্রুত বিদায় করেন ইংলিশ পেসার। পরে স্টোনের বলে বোল্ড হয়ে ফেরেন উইল ইয়ং (৮)। কিন্তু তাতে কিউইদের জয় কিছুটা বিলম্বিত হওয়া ছাড়া আর কিছুই হয়নি।
Discussion about this post