খেলাধূলা ডেস্ক
শ্রীলঙ্কা সফরে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়, গুঞ্জনটা শোনা গিয়েছিল অনেক আগেই। এবার সেই বিষয়ে নিশ্চয়তা দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজে ভারতের হেড কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। শিখর ধাওয়ানের নেতৃত্বে ওই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে সফরকারিরা।
জুলাইয়ের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তখন তাদের টেস্ট দল ব্যস্ত থাকবে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে। সেখানেই থাকবেন দলের হেড কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ ভারত অরুণ।
তাই সীমিত ওভারের দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন দেয়া হয়েছে দ্রাবিড়কে। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে যুক্ত আছেন এই সাবেক অধিনায়ক। এছাড়া ভারত ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলেরও হেড কোচ ছিলেন দ্রাবিড়।
Discussion about this post