খেলাধূলা ডেস্ক
কেন উইলিয়ামসনকে নিয়েই ছিল হাজারো দ্বিধা-শঙ্কা। অবশেষে নিউজিল্যান্ড শিবিরে যেন এলো স্বস্তির নিঃশ্বাস।অবশেষে কেন উইলিয়ামসনকে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে একাধিক কিউই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই ভারতের বিরুদ্ধে ঘোষিত দলে ফিরলেন কেন উইলিয়ামসনসহ সব তারকা ক্রিকেটারই।
১৮ জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়াটলিং এবং উইলিয়ামসন জায়গা পেলেও চোট সারিয়ে দলে জায়গা করে নিতে পারেননি সান্তনার। তার পরিবর্তে দলে জায়গা পেলেন আরেক বাঁ-হাতি স্পিনার এজাজ প্যাটেল। তবে এজাজ দলে জায়গা করে নিলেও, জায়গা পাননি অপর ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার শচিন রবীন্দ্র।
এজবাস্টনে দ্বিতীয় টেস্টে তার আগুনে পারফরম্যান্স দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে ইংল্যান্ডকে পর্যদুস্ত করার পুরস্কার পেলেন ম্যাট হেনরি। এজবাস্টন টেস্টে খেলা কিউই ক্রিকেটারদের মধ্যে একমাত্র ড্যারিল মিচেল দল থেকে বাদ পড়েছেন ।
ফাইনালের জন্য ১৫ জনের নিউজিল্যান্ড ক্রিকেট দল
Discussion about this post