খেলাধূলা ডেস্ক
জয়ের জন্য মাহমুদউল্লাহ রিয়াদদের গাজী গ্রুপ ক্রিকেটার্সকে করতে হতো কেবলমাত্র ১০৮ রান । কিন্তু ওই লক্ষ্যে খেলতে নেমে ১০০ রানের আগেই অলআউট হয়ে যায় তারা। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ হারে ৮ রানে।
বুধবার সন্ধ্যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মিরপুরে মুখোমুখি হয় দুই দল। টস জিতে আগে ব্যাট করতে নামা শাইনপুকুর অলআউট হয় ১০৭ রান করে। দলটির পক্ষে ২৬ বল খেলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার সাব্বির হোসেন।
এছাড়া ১৫ বল খেলে ২৫ রান করেন সাজ্জাদুল হক। শাইনপুকুরের আর কোনো ব্যাটসম্যানই করতে পারেননি দুই অঙ্কের সংগ্রহ। গাজী গ্রুপের পক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান ও মুহিউদ্দিন তারেক।
শাইনপুকুরকে জবাব দিতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। কোনো ব্যাটসম্যানই নিজেদের ইনিংসকে লম্বা করতে পারেননি। সর্বোচ্চ ২৪ বলে ১৭ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। ইনিংসের তিন বল বাকি থাকতেই ৯৯ রানে অলআউট হয় তারা।
শাইনপুকুরের পক্ষে ৩ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে চার উইকেট নেন মোহর শেখ। এছাড়া সুমন খান তিন ও হাসান মুরাদ নিয়েছেন দুই উইকেট।
Discussion about this post