খেলাধূলা ডেস্ক
নাঈম শেখের তান্ডবে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসলো আবাহনী। এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে সুপার লিগ খেলবে মুশফিকুর রহিমরা।
আজ (বৃহস্পতিবার) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান করে রূপগঞ্জ। ডাকওয়ার্থ-লুইস মেথডে আবাহনীর টার্গেট দাঁড়ায় ১৮ ওভারে ১৬৪। নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে আবাহনী।
ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। জাকির আলীর হাফসেঞ্চুরিতে ১৬২ রান করে তারা। জাকির ৪২ বলে ৩ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছেন। এছাড়া বর্ণবাদমূলক আচরণে ৫০ হাজার টাকা জরিমানা গোনা সাব্বির রাহমান ২৭ বলে ৩৫ রান করেছেন। আল আমিনের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৬ রান।
আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান রানা। ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আবাহনী ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার মুনিম শাহরিয়ারকে হারায়। তিনি ২২ রানে ফিরে যাওয়ার খানিক পর শান্ত ১৯ বলে ২৯ রান করে আউট হন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মুশফিক ২০ রানে আউট হয়েছেন। তবে ষষ্ঠ উইকেটে নাঈম ও সাইফউদ্দিনের ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জেতে আবাহনী।
ছয় নম্বরে নেমে নাঈম ২টি করে ছয় ও চারে ১৯ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে বোলিংয়ে ২ উইকেট নেওয়া সাইফউদ্দিন ১১ বলে ১৪ রান করেছেন। ব্যাট-বলে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই পেস বোলিং অলরাউন্ডার।
রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ শহীদ।
১১ ম্যাচে ৭ পয়েন্ট নেওয়া রূপগঞ্জ রেলিগেশন এড়াতে পারেননি। পয়েন্ট টেবিলের ১০ থেকে ১২ নম্বরে থাকা তিন দলকে লড়তে হবে রেলিগেশনে। সেখানে তাদের সঙ্গী ওল্ড ডিওএইচএস ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।
বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্স-শাইনপুকুরের ম্যাচটি বৃষ্টির কারণে ফল হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে ৫ ওভারে ৩৯ রান করে শাইনপুকুর। এর পরই বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি একটি বলও। শাইনপকুর রেলিগেশন এড়ালেও পারটেক্স লিগে সবার নিচে অবস্থান করছে।
Discussion about this post