খেলাধূলা ডেস্ক
বসুন্ধরা কিংস নারী ফুটবল লিগের দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচেও বড় জয়ে পেয়েছে। কিন্তু ম্যাচের পর কিংসের মেয়েদের ওই জয় কোনো উদযাপনের উপলক্ষ্যই ছিল না। সবাই মেতে ছিলেন দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় অধিনায়ক সাবিনা খাতুনকে নিয়ে।
৯৮ গোল নিয়ে সাবিনা মাঠে নেমেছিলেন সদ্যপুস্করণী যুব স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। প্রথমার্ধে দুইবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে প্রিমিয়ার লিগে নিজের ১০০ গোল পূর্ণ করেন।
গোলের সেঞ্চুরি করে নতুন মাইলফলক স্পর্শের দিনে হ্যাটট্রিকও করলেন গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন। গত মৌসুমে তিনি সব ধরনের খেলা মিলিয়ে আড়াইশ গোলের মাইলফলক অতিক্রম করেছিলেন।
সাবিনার এই কীর্তিগাথা ম্যাচটি বসুন্ধরা কিংস জিতেছে ৫-০ গোলে। অন্য দুই গোল করেছেন আঁখি খাতুন ও মারিয়া মান্ডা। ৮ ম্যাচের সবক’টিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার দৌড়ে আরেকধাপ এগিয়ে গেলো বসুন্ধরা কিংস। টানা অষ্টম হার সদ্যপুস্করণী যুব স্পোর্টিং ক্লাবের।
Discussion about this post