খেলাধূলা ডেস্ক
উসমান ডেম্বেলের হাঁটুর চোটটা যেন দুঃসংবাদ নিয়ে আসলো । এক্সরে’তে যে রিপোর্ট ধরা পড়লো, তাতে ইউরোটাই শেষ হয়ে গেছে বার্সেলোনার এই উইঙ্গারের। সোমবার ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে তার ছিটকে পড়ার খবর।
ডেম্বেলে শনিবার বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ফ্রান্সের ১-১ ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন। ম্যাচের শেষদিকে হাঁটুতে চোট পান। রোববার বিকেলে এক্সরে’র পর নিশ্চিত হওয়া গেছে, ইউরো শেষ হওয়ার আগে আর মাঠে নামতে পারবেন না ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এবারের ইউরোতে ফ্রান্সের প্রথম দুই ম্যাচেই বদলি হিসেবে নেমেছিলেন ডেম্বেলে। জার্মানির বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শেষ সময়ে আদ্রিয়েন রাবিওটের বদলে নামান কোচ দিদিয়ের দেশম।
বুদাপেস্টে নেমেছিলেন ৫৭ মিনিটে, ৮৭ মিনিটে দারুণ একটি সুযোগও তৈরি করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার বুলেট গতির শট বল পোস্টে ফেরত আসে। তাই দলের জয়ের নায়ক হতে পারেননি।
ডেম্বেলের বদলে কাউকে স্থলাভিষিক্ত করতে পারছে না ফ্রান্স। কেননা উয়েফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন কেবল গোলরক্ষক ছাড়া আর কারও রিপ্লেসমেন্ট নেয়া যাবে না।
Discussion about this post