খেলাধূলা ডেস্ক
মিরপুরের শেরে এ বাংলা স্টেডিয়ামে নাটকীয়তায় ভরা এক ম্যাচ দেখা গেল । শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকের্টাসকে ১ উইকেটে হারিয়ে শিরোপার দাবি আরও শক্ত করলো মুশফিকুর রহিমদের আবাহনী। কিছুক্ষন পর পর রঙ পাল্টানো ম্যাচে ১ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয়ে যায় আকাশি নীল জার্সি ধারীদের।
প্রথমে গাজী গ্রুপকে ১৩০ রানে আটকে দিয়ে জয়ের ভীতটা গড়ে দেয় আবহনীর বোলাররা। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ইনফর্ম মুনিম শাহারিয়ারের (০) উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আবাহনী। গত ম্যাচেই দলে ফেরা লিটন চেষ্টা করেছেন নিজেকে খুঁজে পেতে কিন্ত বেশিদুর যেতে পারেননি। মেহেদী হাসানের বলে ১৭ বলে ২২ রান করেই ফিরে গেছেন সাজঘরে। অধিনায়ক মুশফিকও আজ বেশিক্ষন টিকতে পারেননি। আউট হয়ে গেছেন ১২ রান করেই। মুশফিক আউট হওয়ার পর মোসাদ্দেক(০) ও নাইম(২) ক্রিজে এসেই আউট হয়ে গেলে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে শিরোপা প্রত্যাশিরা। ম্যাচ যখন গাজীর দিকে হেলে পরেছে তখন নাজমুল শান্তর ব্যাটে চড়ে আবারও জয়ের স্বপ্ন দেখতে থাকে আবহনী।
এর আগে টস জিতে প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকের্টাসকে ব্যাট করতে পাঠায় আবহনী। ব্যাট করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি গাজী গ্রপ। আবহনীর পেসারদের তোপে নির্ধারীত ২০ ওভারের ৫ বল বাকি থাকতেই অলআউট হয়েছে মাত্র ১৩০ রানে। শুরুতে সাইফুদ্দিনের বলে মেহেদী হাসান ৩ করে বিদায় নিলেও অপর ওপেনার সৌম্য সরকার ও জাকির হাসান ভালোই টেনে নিয়ে যাচ্ছিলেন দলকে। সৌম্য ৩০ রান করে মোসাদ্দেকের বল বিদায় নিলে ভাঙে তাদের ৪৫ রানের জুটি ।
Discussion about this post