খেলাধূলা ডেস্ক
অন্যসব ইভেন্টের মতো, করোনার কারণে থমকে আছে দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সকল কার্যক্রম। ক্যাম্পাস বন্ধ থাকায় নেই চিরচেনা প্রাণ-চাঞ্চল্য। তবে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে সব শিক্ষার্থীদের সঙ্গে। জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান। বিকেএসপির শিক্ষার্থীরাও বলছেন শিক্ষকের পরামর্শে পড়াশুনার পাশাপাশি নিয়মিত শারীরিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। পড়াশুনার পাশাপাশি যা দক্ষতা বাড়ায় ক্রীড়াক্ষেত্রে-ও। ছোটবেলা থেকেই একজন অ্যাথলিট আগামীর জন্য প্রস্তুত করে প্রতিষ্ঠানটি।
করোনার কারণে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ব্যতিক্রম নয় বিকেএসপিও, তবুও এটা দিক থেকে ব্যতিক্রম তারা। কোয়ারেন্টাইনের এই সময়ে, প্রতিষ্ঠানটি নিয়মিত যোগাযোগ রাখছে শিক্ষার্থীদের সঙ্গে।
এখানেই শেষ নয়। পড়াশুনার পাশাপাশি বিকেএসপির শিক্ষার্থীদের বিশেষ নজর দিতে হয় ফিটনেসের দিকেও। এখানেও তারা পাচ্ছে লেটার মাসর্ক, কিভাবে অনুশীলন করবেন অ্যাথলিটরা বিকেএসপির শিক্ষকদের পক্ষ থেকে সে জন্য দেয়া হয়েছে একটি সুস্পষ্ট গাইডলাইন।
শিক্ষার্থীদের মতও অভিন্ন। করোনা শেষে দ্রুততম সময়ের মধ্যেই মাঠে নামতে মুখিয়ে তারা। তাইতো শিক্ষকদের উপদেশ মেনে, নিজেদের প্রস্তুত করছেন সাধ্যের মধ্যেই।
আর করোনার এমন অচলবস্থা সহসাই না কাটলে আগামী মাস থেকে অনলাইনে ক্লাস নেয়ার কথাও ভাবছে দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
Discussion about this post