নওগাঁর ধামইরহাটে উপজেলার প্রত্যন্ত এলাকা আগ্রাদ্বিগুন ইউনিয়নে আগ্রাদ্বিগুন হাই স্কুল মাঠটি খেলার উপযোগী করতে স্বেচ্ছায় সংস্কারে নেমেছে পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস”।
বৃহস্পতিবার সকাল থেকে গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বে সংস্কার কাজে সহযোগিতা করেন শতাধিক তরুন যুবক।
এসময় আগ্রাদ্বিগুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, সমাজসেবক আলহাজ্ব আ. লতিফ মীর, গ্রীন ভয়েস(বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) এর সাধারণ সম্পাদক শাহরিয়ার নাফিজ, গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইহান পারভেজ, প্রভাষক ফারুক হোসেন, আগ্রাদ্বিগুন ক্রিকেট বোর্ডের সভাপতি আবু সুফিয়ান খান বাবু,সহ গ্রীন ভয়েসের সদস্যবৃন্দ সংস্কার কাজে সহযোগিতা করেন।
উল্লেখ্য পরিবেশবিদ আলমগীর হোসেন ও স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে আগ্রাদ্বিগুন হাইস্কুল মাঠে স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার ৮ টন টি,আর বরাদ্দ দেন। যা দিয়ে মাঠটি উঁচু করা হলেও ক্রীড়া নৈপূন্য উপভোগের ক্ষেত্রে কিছুটা অনুপযোগী থাকায় গ্রীন ভয়েসের উদ্যোগে মাঠটি খেলার উপযোগী করতে বৃহস্পতিবার দিনব্যাপী পূনঃ সংস্কার কাজ করা হয়।
Discussion about this post