খেলাধূলা ডেস্ক
বিশ্বের সবচেয়ে নিরাপদ ক্রীড়া ইভেন্ট হতে চলেছে কোপা আমেরিকা-এমনটাই বলেছিল কনমেবল কর্তৃপক্ষ ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের ঘোষণা দেওয়ার সময় ।আর সেটা যে কত বড় ভুল ধারণা ছিল, তা দিনে দিনে এখন প্রমাণ হচ্ছে।
প্রতিযোগিতাটির দলগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলছে। ভেনেজুয়েলা, কলম্বিয়া ও বলিভিয়ার পর এবার ভাইরাসটি হানা দিয়েছে পেরু ও চিলি দলে। তবে চিলি কোচ মার্টিন লাসার্ত অবশ্য তার খেলোয়াড়দের ব্যাপারে বলেছেন তারা ভুল করেছেন।
বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্তিন্স, অস্কার রিবেরা ও জাউমে কুইয়া আক্রান্ত হন। চিলির ঘরেও শনাক্ত হওয়ার খবর বেরিয়েছে। এর আগে খেলোয়াড়, অফিসিয়ালস ও হোটেল কর্মকর্তা মিলে কোপা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট মোট ৫২ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গিয়েছিল। বর্তমানে সংখ্যাটা ৬৫।
Discussion about this post