খেলাধূলা ডেস্ক
বাংলাদেশি হয়ে ১মবারের মতো ম্যাচ খেলতে নেমে গোল পেলেন বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে।
ম্যাচের ২৯ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথনের ক্রসে হেড করে গোল করেন তিনি। রহমতগঞ্জের অধিনায়ক গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন পরাস্ত হন।
কিংসলের গোল হওয়ার পরপরই উৎসবে মাতে বসুন্ধরা। কিংসলেও গোল করে মাটিতে বসে পড়েন। তাকে ঘিরে সবাই উল্লাস করেন। কিংসলে টিম বিজেএমসির হয়ে লিগে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন।
৩৯ মিনিটে আইভোরিকোস্টের ক্রিস্টরেমির গোলে ম্যাচে সমতা আনে রহমতগঞ্জ। প্রথমার্ধে এখন ১-১ স্কোরলাইন চলছে।
Discussion about this post