খেলাধূলা ডেস্ক
চলতি সপ্তাহের বৃহস্পতিবারই শুরু হয়ে যাবে নতুন মাস আর একইসঙ্গে নতুন এক অধ্যায়ে ঢুকে যাবেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।
শৈশবের ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির বাকি রয়েছে আর মাত্র ৩ দিন। চলতি মাসের ৩০ জুন পর্যন্তই বার্সেলোনার খেলোয়াড় থাকবেন তিনি। এই তিন দিন পর থেকে তিনি হয়ে যাবেন ‘ফ্রি এজেন্ট’ খেলোয়াড়। অর্থাৎ কোনো ট্রান্সফার ফি ছাড়া বিনামূল্যেই তাকে দলে ভেড়াতে পারবে যেকোনো দল।
বার্সেলোনা নব্য নির্বাচিত প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা অবশ্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন মেসির সঙ্গে চুক্তি নবায়নের জন্য। এরই মধ্যে বেশ কয়েকবার তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, বার্সেলোনার দেয়া নতুন চুক্তি প্রস্তাবে রাজি আছেন মেসি, শুধু সাক্ষর করা বাকি।
গত ২৪ জুন, মেসির জন্মদিনে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরিকল্পনা করেছিলেন লাপোর্তা। কিন্তু তিনি সেটি পারেননি। এখন তার মাথায় রয়েছে ২৯ জুন তারিখটি, এদিন লাপোর্তার নিজেরই জন্মদিন। বার্সেলোনার জন্য খুশির সংবাদটি নিজের জন্মদিনেই দিতে চান ক্লাব প্রেসিডেন্ট।
তবে খুশির সংবাদ দেয়ার আগে মেসির কাছ থেকেও আনুষ্ঠানিক সম্মতি নিতে হবে বার্সেলোনাকে। চুক্তির আর মাত্র তিন দিন বাকি থাকতে সেটি নিয়েই ব্যস্ত বার্সেলোনা। মূলত মেসিকে এক মিনিটের জন্যও চুক্তির বাইরে বিনামূল্যের খেলোয়াড় হিসেবে রাখতে চায় না বার্সেলোনা।
সূত্রঃ মার্কা
Discussion about this post