খেলাধূলা ডেস্ক
আজ (২ জুলাই) বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। প্রায় একশ বছর আগে ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে আত্মপ্রকাশ ঘটে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস)।
বাংলাদেশসহ প্রায় ১৬৭টি দেশ এখনও পর্যন্ত এই ক্রীড়া সাংবাদিক সংস্থা স্বীকৃতি পেয়েছে।
সমগ্র বিশ্ব জুড়ে ২ জুলাই এই দিনটি পালন করা হয়। ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়ে থাকে।
আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখেই মূলত ১৯৯৪ সাল থেকে ২ জুলাই তারিখটিকে বিশ্বব্যাপী ক্রীড়া সাংবাদিকতা দিবস হিসেবে পালন করা হয়।
আধুনিক বিশ্বে ক্রীড়া সাংবাদিকতা এখন নতুন মাত্রা পেয়েছে। ফলে যতই দিন যাচ্ছে ততই বাড়ছে ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব, পাশাপাশি বাড়ছে এ পেশার সঙ্গে সংশ্লিষ্টদের সামাজিক ও বৈষয়িক মর্যাদা। ১৯৪৭ সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) ক্রীড়াঙ্গনের ক্ষেত্র অনেকটা সীমিত থাকায় ক্রীড়া সাংবাদিকতার পরিধিও সীমিত ছিল। তবে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত কিছু সাফল্যে এ অঞ্চলের মানুষ ক্রীড়াঙ্গন নিয়ে আলাদা করে ভাবার উপলক্ষ পেয়ে যায়। এরমধ্যে রয়েছে ১৯৫৮ সালে ব্রজেন দাসের ইংলিশ চ্যানেল জয়, নুরুন্নবী চৌধুরির পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হওয়া, ১৯৫৯ সালে আগাখান গোল্ডকাপে ঢাকা মোহামেডানের শিরোপা জয় ইত্যাদি।
ফলে তখনকার প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের পাতায় কিছুটা হলেও খেলার খবর প্রকাশ পেত। খেলাধুলার সংবাদের জন্য আলাদা কোন ডেস্ক কিংবা রিপোর্টার ছিল না। অন্য খবরের পাশাপশি আগ্রহীদের দিয়েই এ সংক্রান্ত খবর সংগ্রহ ও প্রকাশের ব্যবস্থা হত। এরই অংশ হিসেবে ১৯৬২ সালে গঠিত হয় ‘পূর্ব পকিস্তান ক্রীড়ালেখক সমিতি’। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে জন্ম নেয় ‘বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি’।
এ বিশেষ দিবস উপলক্ষ্যে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস-২০২১ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল ক্রীড়া সাংবাদিকদের উষ্ণ অভিনন্দন জানাই। যারা নিজেদের কর্মস্পৃহা, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও ডেডিকেশন দিয়ে খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছেন।’
‘সারা বিশ্বের অগণিত মানুষের মনে আনন্দের যোগান দেয় খেলাধুলা। এ কারণে আমাদের অবশ্যই ক্রীড়া সাংবাদিকদের ধন্যবাদ দেয়া উচিত তাদের অসাধারণ কাজের জন্য। সবাইকে ক্রীড়া সাংবাদিক দিবসের শুভেচ্ছা।’
Discussion about this post