খেলাধূলা ডেস্ক
আবারো একটি নতুন দিন, আবারো আরও একটি জাদুকরী পারফরম্যান্স লিওনেল মেসির জন্য। চলতি কোপা আমেরিকায় রীতিমতো উড়ছেন আর্জেন্টিনা অধিনায়ক, সঙ্গে নিয়ে চলেছেন নিজ দলকে।
রোববার সকালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। যেখানে জোড়া এসিস্টের পর ফ্রি-কিক থেকে দর্শনীয় এক গোল করেছেন মেসি। ফলে অবধারিতভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
সবমিলিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন জাদুকর। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের আনন্দে ভেসে যেতে চান না মেসি। তিনি বরং মনোযোগী দলের মূল লক্ষ্যের দিকে, যা শুধুই শিরোপা জয়।
ইকুয়েডের বিপক্ষে ম্যাচের পর আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন মেসি। তার কাছে ব্যক্তিগত অর্জন সবসময় পরে। সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র নিজেদের লক্ষ্য নিয়েই ভাবতে চান মেসি।
আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘আমি সবসময়ই বলি, ব্যক্তিগত অর্জন সবসময় পরে। আমরা এখানে অন্যকিছুর জন্য এসেছি। আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, তারা যে পরিমাণ পরিশ্রম করে চলেছে। অনেকদিন ধরে আমরা আমাদের পরিবার থেকে দূরে। আমাদের একটা লক্ষ্য আছে এবং সেটার ব্যাপারেই চিন্তা করি।’
Discussion about this post