খেলাধূলা ডেস্ক
গতকাল ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা ফুটবল দল। আগামী বুধবার (৭ জুলাই) সকালে ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়নদের এবারের আসরের জয়যাত্রার প্রায় পুরোটা জুড়েই রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। চলতি কোপায় এখনও পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেসি।
এই চার ম্যাচে তার গোল সংখ্যা ৪টি, সঙ্গে এসিস্টও করেছেন চারটি। সবশেষ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেই জোড়া এসিস্টের সঙ্গে করেছেন এক গোল। এবারের কোপায় এখনও পর্যন্ত ফ্রি-কিক থেকে গোল হয়েছে মাত্র দুইটি, দুইটিই করেছেন মেসি।
ফলে স্বাভাবিকভাবেই মেসি-বন্দনায় মেতেছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে দলের তরুণ ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ জানিয়েছেন, জাদুকরী পারফরম্যান্সের মাধ্যমে শুধু আনন্দই দেন না মেসি, দলের সবার মাধ্যমে আত্মবিশ্বাসও বাড়ান।
গনজালেজের ভাষ্য, ‘মেসি প্রতিনিয়তই আমাদের বিস্মিত করে চলেন। তিনি নিজে আরও শক্তিশালী হোন। যা আমাদেরও সাহস জোগায়। তিনি আমাদের আনন্দের পাশাপাশি আত্মবিশ্বাসও দেন। আমাদের এই পথেই চলা উচিত এবং উপভোগ করা উচিত।’
প্রায় একই সুর আরেক ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের কণ্ঠে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেছেন লাউতারো, যথারীতি লিওনেল মেসির পাস থেকেই।
ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসায় লাউতারো বলেছেন, ‘আমরা সবাই মেসির নেতৃত্ব গুণাবলীর অনুসরণ করি। আজকে আবারও দেখতে পেলাম তিনি কীভাবে পার্থক্য গড়ে দেন। আমরা সবাই তাকে সঙ্গ দিয়ে চলছি। আমরা সবাই খুশি এবং সাফল্যের জন্য সবকিছু করছি।’
লাউতারো আরও বলেছেন, ‘আমরা আজকে একটি শীর্ষ পর্যায়ের আর্জেন্টিনাকে দেখেছি। যেমনটা কোচ আমাদের কাছে চেয়েছেন। আজকে আমরা একটা পরিষ্কার ব্যবধান তৈরি করেছি। ম্যাচটা খুবই কঠিন ছিল। কারণ তারা (ইকুয়েডর) শারীরিকভাবে শক্তিশালী।’
Discussion about this post