খেলাধূলা ডেস্ক
আগামী ২০ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সেই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি মায়ার্সের। তবে দলে ফিরেছেন শিমরন, হেটমায়ার, শেলডন কটরেল ও রস্টোন চেজ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়েছিলেন বাঁহাতি তরুণ কাইল মায়ার্স। কিন্তু ওয়ানডে সিরিজে সে অর্থে সামর্থ্যের ছাপ রাখতে পারেননি তিনি। যে কারণে বাদ পড়ে গেলেন।
ফিটনেসের জন্য বেঁধে দেয়া মানদণ্ডে উৎরাতে না পারায়, গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া সবশেষ ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি এ তিন তারকা খেলোয়াড়। এবার অসিদের বিপক্ষে ফেরানো হলো তাদের।
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন অলরাউন্ডার চেজ ও মিডল অর্ডার ব্যাটসম্যান হেটমায়ার। অন্যদিকে গত বছরের নভেম্বরের পর থেকে আর ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলা হয়নি কটরেলের।
এদিকে শুধু মায়ার্স একাই নয়, স্কোয়াডে জায়গা পাননি অনভিষিক্ত অফস্পিনার কেভিন সিনক্লেয়ারও। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ওয়ানডে অভিষেক হওয়া অ্যান্ডারসন ফিলিপ নিজের জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো। এর আগে ৯ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এ দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।
Discussion about this post