খেলাধূলা ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশ কিছুদিন হলো। তবে এখনও ফ্রাঞ্চাইজি ক্রিকেট এবং কাউন্টি ক্রিকেট খেলে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হাশিম আমলা। দীর্ঘদিন আড়ালে থাকলেও এবার নতুন ইতিহাস গড়ে সংবাদের শিরোনাম হলেন তিনিও।
বৃহস্পতিবার সাউদাম্পটনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে এই রেকর্ডটি আসে তার ব্যাট থেকে। কাউন্টি দল সারের হার বাঁচাতে বৃহস্পতিবার উইকেট আঁকড়ে লড়াই করে গেলেন আমলা। ২৭৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি।
পরিসংখ্যান বলছে, অন্তর্জাতিক ক্রিকেটে (প্রথম শ্রেণির ক্রিকেট) সবচেয়ে বেশি বল খেলে ৪০ রানের নিচে রান করার রেকর্ড করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা ক্রিকেটার। ৬৮ বছর আগে অর্থাৎ ১৯৫৩ সালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ২৭৭ বলে ৩৮ রান করেছিলেন ব্রিটিশ ক্রিকেটার ট্রেভর এডওয়ার্ড বেইলি। সেই রেকর্ড বৃহস্পতিবার ছাড়িয়ে গেলেন আমলা।
হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ম্যাচের শেষদিনে সারে যখন খেলতে নামে, তখন স্কোরবোর্ডে তাদের রান ৬। দুই উইকেট হারিয়ে বসেছিল তারা। ম্যাচটি জয়ের দিকে কার্যত এক পা বাড়িয়ে রেখেছিল হ্যাম্পশায়ার। সেখান থেকে ম্যারাথন ইনিংস খেলে ম্য়াচটি ড্র করেন হাশিম আমলা।
৮ উইকেট হারিয়ে ১২২ রান করে সারে। এর মধ্যে হাশিম আমলা একাই ২৭৮ বল খেলে ফেলেছেন। উইকেটে ছিলেন ৩৮১ মিনিট। ২০০৮ সালের পর ২০০ প্লাস বল খেলে সবচেয়ে কম রান করারও রেকর্ডও এটি।
২০১৫ সালে ভারতের বিপক্ষে এমন একটি ইনিংস খেলেছিলেন হাশিম আমলা। সেবার ১০.২৪ স্ট্রাইক রেটে ২৪৪ বল খেলে ২৫ রান করেছিলেন তিনি। ওই ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ২৯৭ বল খেলে করেছিলেন কেবল ৩৯ রান। তবুও সেই ম্যাচটি বাঁচাতে পারেননি তারা। হেরেছিলেন ৩৩৭ রানের বিশাল ব্যবধানে।
গত ১৫ বছরে সবচেয়ে কম স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করার নজিরও গড়লেন আমলা। ৩০০ প্লাস বল খেলে মোট ১৯.২৪ স্ট্রাইক রেট এই ম্যাচে আমলার।
Discussion about this post