খেলাধূলা ডেস্ক
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে পর্দা নেমেছে এবারের ইউরো কাপ চ্যাম্পিয়নের । লন্ডনের ওয়েম্বলিতে হওয়া ফাইনাল ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর ইউরোর মুকুট মাথায় তুলে নিয়েছে ইতালি। আর ফাইনালের ৩৬ ঘণ্টা পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আয়োজকরা।
যেখানে স্বাভাবিকভাবেই দুই ফাইনালিস্ট ইতালি ও ইংল্যান্ডের ফুটবলারদের জয়জয়কার। চ্যাম্পিয়ন ইতালি থেকে জায়গা পেয়েছেন ৫ জন ফুটবলার। ইংল্যান্ড থেকে রয়েছেন তিনজন। একাদশের বাকি তিনজন স্পেন, ডেনমার্ক ও বেলজিয়ামের ফুটবলার।
টুর্নামেন্টের সেরা একাদশের গোলবারের নিচে অনুমেয়ভাবেই জায়গা পেয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতা ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। এছাড়া ইতালির অন্য চার ফুটবলার হলেন লিওনার্দো বনুচ্চি, লিওনার্দো স্পিনাজ্জোলা, জর্জিনহো ও ফেডরিখ কিয়েসা।
এই একাদশের অধিনায়কের নাম ঘোষণা করেনি ইউরো কর্তৃপক্ষ। বরং প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে, যে কাকে অধিনায়ক হিসেবে দেখতে চান এই একাদশের।
ইউরো কাপের সেরা একাদশ
গোলরক্ষক: জিয়ানলুইজি ডোনারুমা (ইতালি)
ডিফেন্ডার: কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বনুচ্চি (ইতালি), হ্যারি মাগুইরে (ইংল্যান্ড), লিওনার্দো স্পিনাজ্জোলা (ইতালি)
মিডফিল্ডার: পিয়েরে এমিল হজবার্গ (ডেনমার্ক), জর্জিনহো (ইতালি), পেদ্রি (স্পেন)
Discussion about this post