খেলাধূলা ডেস্ক
এরই মধ্যে ১ম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাই শেষ ম্যাচটি পাকিস্তানের কাছে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। শুরুতে বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিংসে সেই আভাসও দেয় তারা। কিন্তু এজবাস্টনে রান তাড়ার রেকর্ড গড়ে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই মাঠে রান তাড়ায় আগের সর্বোচ্চটি ছিল ৪ উইকেটে ২৮০ রান। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষেই সেটি করেছিল অস্ট্রেলিয়া।
৩৩২ রানের বিশাল রান পাহাড়ের বিপরীতে এক পর্যায়ে ইংল্যান্ড কোণঠাসা হয়ে পড়েছিল। বড় কৃতিত্ব দিতে হবে জেমস ভিন্স ও লুইস গ্রেগরিকে। ১৬৫ রানে ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে ১২৯ রানের জুটি গড়েন। আর সেটাই জয়ের মঞ্চ গড়ে দেয় ইংল্যান্ডকে।
ভিন্স ৯৫ বলে উপহার দেন ১০২ রানের ইনিংস। মাত্র তৃতীয় ওয়ানডে খেলতে নামা গ্রেগরিও ৭৭ রানের ইনিংস খেলেছেন। দুজন ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি। ৪৮তম ওভারে ৭ উইকেট হারানো ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ক্রেইগ এভারটন ও ব্রাইডন কার্স। পাকিস্তানের হয়ে সেরা বোলার ছিলেন পেসার হারিস রউফ। ৬৫ রানে ৪ উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করেছে পাকিস্তান। বাবর আজমের ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটে তারা করতে পারে ৩৩১।
ইংলিশদের মধ্যে পেসার ব্রাইডন কার্স ৬১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। তিনটি নেন সাকিব মাহমুদ। সিরিজ সেরাও হয়েছেন তিনি। তবে ম্যাচসেরা জেমস ভিন্স।
Discussion about this post