খেলাধূলা ডেস্ক
টেস্ট ম্যাচ শেষ। এবার মিশন হলো ওয়ানডে ম্যাচ। আগামী ১৬ জুলাই থেকে হারারেতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে । তার আগে আজ (বুধবার) ম্যাচ প্র্যাকটিসের শেষ সুযোগ টাইগারদের।
হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে নির্বাচিত জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে আজ মাঠে নামছে তামিম ইকবালের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।
টেস্ট সিরিজ জয়ের পর বিশ্রাম নেয়ার সুযোগ মেলেনি বাংলাদেশ দলের ক্রিকেটারদের। রোববার টেস্ট শেষ হয়, সোমবার থেকেই ওয়ানডের অনুশীলন শুরু করে দিতে হয়েছে তামিম, সাকিব, মুশফিকদের।
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকসহ ৭ জন ক্রিকেটার ঢাকায় ফিরে এসেছেন। ঢাকা থেকে আবার হারারেতে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে স্পেশালিস্টরা। সফরক্লান্তি কাটানোর সময় সেভাবে পাননি তারাও।
আজ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। যদিও প্র্যাকটিস ম্যাচের ফলাফল ধর্তব্য কোনো বিষয় নয়।
তবে ঢাকা থেকে জিম্বাবুয়ে যাওয়া ক্রিকেটাররা পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পেরেছেন, এই ম্যাচ দেখে অনেকটাই সেটা বোঝা যাবে।
Discussion about this post