ক্রীড়া ডেস্ক
সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে গেলেন ব্রেন্ডন টেলর। শর্ট ফাইন লেগে ক্যাচটি নিলেন তাসকিন আহমেদ। এরই সঙ্গে ইতিহাস গড়া হয়ে গেল সাকিব আল হাসানের।
শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজেই মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেট শিকার করে এবার অতিক্রম করলেন তাকে।
বাংলাদেশের জার্সি গায়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের তালিকায় মাশরাফি বিন মুর্তজা সাকিব ছুঁয়ে ফেলেছিলেন সেই শ্রীলঙ্কা সিরিজে। দ্বিতীয় ম্যাচে দুই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাতে তার ওয়ানডে উইকেটসংখ্যা দাঁড়িয়েছিল ২৬৯টিতে। আজ টেলরকে ফিরিয়েই সে রেকর্ডটা নিজের করে নিলেন সাকিব।
২৭০ উইকেট নিয়ে শীর্ষে উঠে গেলেন তিনি। এই মাইলফলক ছুঁতে অবশ্য মাশরাফির চেয়ে কম ইনিংসে বল করতে হয়েছে সাকিবকে। তিনি হাত ঘুরিয়েছেন ২১০ ইনিংস। মাশরাফির লেগেছে ২২০ ইনিংস।
মাশরাফির বাংলাদেশের হয়ে ওয়ানডে উইকেটের সংখ্যা ২৬৯ হলেও ক্যারিয়ারে তার ওয়ানডে উইকেট ২৭০টি। অন্য উইকেটটি এশিয়া একাদশের হয়ে, আফ্রিকা একাদশের বিপক্ষে, আফ্রো এশিয়া সিরিজে পেয়েছিলেন তিনি।
তালিকায় এর পরেই আছেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ওয়ানডেতে ২০৭ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। পরের দুটি অবস্থান দুই পেসার রুবেল হোসেন আর মোস্তাফিজুর রহমানের। রুবেল ১০৪ ম্যাচ নিয়েছেন ১২৯ উইকেট। মোস্তাফিজ ৬৭ ম্যাচেই ১২৪ উইকেট।
Discussion about this post