ক্রীড়া ডেস্ক
মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বসুন্ধরা কিংস।শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাবিনারা ১৮-০ গোলে জামালপুর কাচারিপাড়া একাদশকে হারিয়ে ট্রফি নিজেদের কাছে রাখার মিশন শেষ করে।
দুই ম্যাচ আগে আতাউর রহমান কলেজকে হারানোর পর বসুন্ধরা কিংসের পুনরায় নারী ফুটবলের শিরোপা পাওয়া ছিল সময়ের অপেক্ষা। আগের ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে হারিয়ে শিরোপা প্রায় নিশ্চিত হলেও গাণিতিক কারণে শিরোপা উল্লাস করতে পারেননি সাবিনারা। আজ শনিবার কমলাপুর স্টেডিয়ামে জামালপুরের কাচারিপাড়াকে ১৮-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা।
কিংসের নারী ফুটবল দলের কোচ আবু ফয়সাল আহমেদ বলেন, ‘আমাদের আজ ড্র হলেও হতো এরপরও কিন্তু আমরা বড় জয়ের জন্য খেলেছি। আতাউর রহমান ভূঁইয়া কলেজ আমাদের মুল প্রতিপক্ষ হলেও আমরা প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিয়েছি। এটা আমাদের স্কোর শিটই প্রমাণ করে।’
প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ১১ বার কাচারিপাড়া একাদশের জালে বল পাঠায় সাবিনা-কৃষ্ণারা। বিশাল জয়ে সবচেয়ে বেশি ৫ গোল করেছেন কৃষ্ণা রানী সরকার।
১৮ গোলের মধ্যে কৃষ্ণা রাণী সরকার পাচটি, সাবিনা চারটি, শামসুন্নাহার তিনটি ও সানজিদা দুটি গোল করেছেন। ১৯ জুলাই লিগের শেষ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস।
Discussion about this post