ক্রীড়া ডেস্ক
আগামী ৩ আগস্ট থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের সিরিজ। ২৯ জুলাই বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচি প্রকাশ করেছে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচটি ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, সেটি জানায়নি বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো বিবৃতিতে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন,‘বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া অক্লান্ত পরিশ্রম করেছে সিরিজের সূচি নির্ধারণ করতে। স্বাভাবিকভাবেই করোনার মধ্যে এটা চ্যালেঞ্জের বিষয়। করোনাকালে যেকোনও সিরিজ আয়োজনে স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসদের নিরাপত্তার জন্য যে জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা করা হয়েছে, তাতে আশা করি সবাই নিরাপদে থাকবেন। আমরা আশা করছি, দুই দল রোমাঞ্চকর ও উপভোগ্য ক্রিকেট উপহার দেবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে। ওই সফর শেষ করে চার্টার্ড বিমানে ঢাকা এসে পৌঁছাবে। ঢাকায় তিন দিনের রুম কোয়ারেন্টিন করার পর ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলন করার সুযোগ মিলবে তাদের।
২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যদিও গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে যায় দুই মাস আগেই। এবার যদিও আসছে, তবে অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সূচি:
৩ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
৪ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
৬ আগস্ট: তৃতীয় টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
৭ আগস্ট: চতুর্থ টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
৯ আগস্ট: পঞ্চম টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
- সব ম্যাচ হবে দিবারাত্রি
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জশ হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
Discussion about this post