ক্রীড়া ডেস্ক
আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। টি-টোয়েন্টি দলের সেরা কম্বিনেশন খুঁজে পেতে জিম্বাবুয়ের বিপক্ষে কুড়ি ওভারের তিন ম্যাচের সিরিজকে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন সাকিব আল হাসান।
ওয়ানডে সিরিজে সেরার পুরস্কার হাতে সাকিব বলেছেন, ‘অবশ্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। প্রত্যেক সিরিজই গুরুত্বপূর্ণ। এখনে হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আছে। বিশ্বকাপের আগে বেস্ট কম্বিনেশন খোঁজার চেষ্টা করা হবে। সেই দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ সিরিজ এটি।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে ‘পরীক্ষা-নিরীক্ষা’র মঞ্চ হিসেবে দেখা হলেও টেস্ট ও ওয়ানডের মতো এই ফরম্যাটের সিরিজও নিজেদের করে নিতে চায় সফরকারীরা। আর সেটি করতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মত দিলেন সাকিব, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল শুরু থেকে শুরু করবে। এজন্য আমাদেরকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। টি-টোয়েন্টিতে এক-দুই বল ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেবে। আমরা সেদিকেই নজর দিচ্ছি।’
Discussion about this post