খেলাধূলা ডেস্ক
হেনড জাজা তার নাম । পুরো নাম হেনড আবদুর রউফ জাজা। সিরিয়ার টেবিল টেনিস খেলোয়াড়। মাত্র ১২ বছর বয়সেই এই সিরিয়ান কন্যা জায়গা করে নিয়েছেন অলিম্পিকের মতো বড় আসরে।
চলমান টোকিও অলিম্পিকে জাজা সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ এবং অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে কম বয়সী টেবিল টেনিস খেলোয়াড়।
তবে অলিম্পিক ইতিহাসে জাজা সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ নন; তিনি ৫২ বছরের মধ্যে সবচেয়ে ছোট অলিম্পিয়ান।
১৯৬৮ সালে উইন্টার অলিম্পিকে রোমানিয়ার বেটরিক হুসটিও ফিগার স্কেটিংয়ে অংশ নিয়েছিলেন ১১ বছর বয়সে। তারও আগে ১৮৯৬ সালে এথেন্সে মডার্ন অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০ বছর বয়সী গ্রিক জিমন্যাস্ট ডিমিটরিয়স লন্ড্রাস।
টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ জাজার জন্ম ২০০৯ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ১২ বছর ২০৫ দিন।
আইটিএফ অনূর্ধ্ব-১৩ মেয়েদের ক্যাটাগরিতে জারার র্যাংকিং ৪৬। গত বছর ফেব্রুয়ারিতে জর্ডানে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া অলিম্পিক কোয়ালিফিকেশনে অংশ নিয়ে জারা টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।
যুদ্ধবিধ্বস্ত একটি দেশে বেড়ে উঠে এবং করোনা মহামারির মধ্যেও জাজা নিজেকে অলিম্পিকের জন্য প্রস্তুত করেছেন। বিশ্ব গণমাধ্যমেও ফলাও করে উঠে আসছে টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ এবং টেবিল টেনিসে অলিম্পিক ইতিহাসে কম বয়সী এই ক্রীড়াবিদের নাম।
Discussion about this post