খেলাধূলা ডেস্ক
একের পর এক যেন অঘটনের জন্ম দিয়েই চলেছে টোকিও অলিম্পিকের টেনিস একক ইভেন্ট।
টেনিসের প্রথম দিনই ছিটকে গিয়েছিলেন নারীদের নাম্বার ওয়ান তারকা অ্যাশলে বার্টি। আর নিজের নাম প্রত্যাহার করে নেন পুরুষ এককে গত দুইবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।
এবার নারী একক থেকে বাদ পড়লেন বিশ্বের দুই নম্বর তারকা ও সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জেতা জাপানিজ তারকা নাওমি ওসাকা।
চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রুসোভার কাছে ১-৬, ৪-৬ ব্যবধানে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন ওসাকা। যার ফলে এখন অনেকটাই উন্মুক্ত হয়ে গেল অলিম্পিকের নারী একক ইভেন্ট।
Discussion about this post