খেলাধূলা ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে দেখতে দেড় দশক তথা ১৫ বছর কাটিয়ে ফেললেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ থেকে ঠিক ১৫ বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে নেমেছিলেন তরুণ সাকিব আল হাসান।
২০০৬ সালের ৬ আগস্ট, রোববার, জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল দেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের। এরপর থেকে নিজের সামর্থ্য ও কার্যকরিতার প্রমাণ দিয়েছেন বহুবার।
নিজের অভিষেক ম্যাচে বল হাতে ১০ ওভারে ৩৯ রান খরচায় ১ উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে ৪৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। বাংলাদেশ পায় ৮ উইকেটের সহজ জয়।
আজ ঠিক ১৫ বছর পরের ৬ আগস্টেও বাংলাদেশের জার্সিতে খেলতে নামবেন সাকিব। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, মিশন সিরিজ নিশ্চিত করা। প্রথম দুই ম্যাচে ৬২ রান ও ২ উইকেট নিয়ে নিজের কাজটা ঠিকভাবেই করেছেন সাকিব। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার মিশনেও সাকিবের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।
সাফল্যমণ্ডিত আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৫৮ টেস্ট, ২১৫ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। টেস্টে ৫ সেঞ্চুরিতে ৩৯৩৩, ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৬৬০০ ও টি-টোয়েন্টিতে সাকিবের সংগ্রহ ১৬৬৬ রান। বল হাতে টেস্টে ২১৫, ওয়ানডেতে ২৭৭ ও টি-টোয়েন্টিতে তার শিকার ৯৭ উইকেট।
বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে তিম ফরম্যাটের ক্রিকেটেই একসঙ্গে এক নম্বর অলরাউন্ডার হওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। প্রায় এক যুগ ধরে অলরাউন্ডার র্যাংকিংয়ে আধিপত্য বিস্তার করছেন তিনি। এখনও ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার সাকিব।
Discussion about this post