খেলাধূলা ডেস্ক
মেসির বিদায়ের পরই প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। জিতে নিয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে খেলা হুয়ান গাম্পার ট্রফি। তবে দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করে, আগের মতো নেই বার্সেলোনা।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন মেসি। এর কয়েক ঘণ্টা পরই ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ক্রিশ্চিয়ানো রোনালদোদের মুখোমুখি হয় কাতালান ক্লাবটি। মেমফিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট, রিকি পুইগদের গোলে ম্যাচ জেতে ৩-০ গোলে।
তবু বিশ্বের সেরা খেলোয়াড় চলে যাওয়ায় দলের আক্রমণে জাদু কমবে বলেই মনে করেন পিকে। তবে যা হয়েছে তা মেনে নিয়ে সামনে তাকাতে হবে জানেন পিকে নিজেও। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে আগের চেয়ে আরও ভালো খেলার দিকেই মনোযোগী বার্সা ডিফেন্ডার।
জুভেন্টাসকে হারানোর পর পিকে বলেছেন, ‘সত্যি বলতে, মেসির বিদায়ের খবরে পুরো দলই ভেঙে পড়েছিল। আমরা এখন আক্রমণে জাদু হারাব। তবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সমর্থকরা আমাদের কাছে ভালো কিছুর প্রত্যাশা করে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সর্বকালের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। এটা আমাদের কষ্ট দিয়েছে, সে নিজেও কষ্ট পেয়েছে। আমি পুরো ঘটনা জানি না। তবে দুই পক্ষই বলেছে কিছু সংখ্যার ব্যাপার ছিল। গত বছরের ক্লাব ম্যানেজম্যান্ট কোনো সাহায্যই করেনি।’
Discussion about this post