খেলাধূলা ডেস্ক
ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নিজ দলের পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা দিয়েছেন। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতায় এ সম্মাননা দেয়া হয় বলে জানিয়েছে ক্লাবটি।
সম্মাননা পাওয়াএই পাঁচ ফুটবলারের মধ্যে তিনজনই আর্জেন্টিনা দলের লিওনেল মেসি, ডি মারিয়া ও লিয়ান্দ্রো প্যারেদেস। পুরস্কারজয়ী অন্য দুজন হলেন-ইতালির জিয়ানলুইজি ডোনারুম্মা ও মার্কো ভেরাত্তি।
আর্জেন্টিনাকে কোপার শিরোপা জেতাতে পিএসজির সম্মাননা পাওয়া তিন তারকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল মেসির। আসরে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর রক্ষণভাগে প্যারেদেস ছিলেন অন্যতম ভরসার প্রতীক।
এ ছাড়া ইতালির ইউরো জয়ের নায়ক ছিলেন জিয়ানলুইজি ডোনারুম্মা ও মার্কো ভেরাত্তি। গোলরক্ষক হয়েও ডোনারুম্মা ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা জয়ের নায়ক ছিলেন ডোনারুম্মা। ইতালিয়ান সেন্টার মিডমিল্ডার মার্কো ভেরাত্তিও পুরো আসরে নজরকাড়া পারফরমেন্স করেছেন। তার পুরস্কারস্বরূপ পেলেন এই সম্মাননা। ২০১২ সাল থেকে তিনি প্যারিসের ক্লাব পিএসজিতে খেলছেন।
Discussion about this post