প্রায় তিন সপ্তাহ আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু এখনও পর্যন্ত নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন সুপারস্টারের।
তবে অবশেষে আজ রাতে লিগ ওয়ানে নিজেদের চতুর্থ ম্যাচে রিমসের প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে পিএসজি। এ ম্যাচের মধ্য দিয়েই আজ পিএসজির হয়ে অভিষেক হতে যাচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। শনিবার এমনটিই বলছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। অপরদিকে পিএসজির হয়ে মেসির অভিষেকের সাক্ষী হতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। ম্যাচের ১০ দিন আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, অভিষেক হলেও মেসি হয়তো ম্যাচের পুরো সময় খেলবেন না। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৩০ মিনিটের মতো খেলতে পারেন তিনি। এই ম্যাচকে সামনে রেখে গতকাল ঘাম জড়িয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। এই মৌসুমে এখনো কোনো ম্যাচ খেলেননি নেইমার। রাতের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকেও।
রিমসের মাঠে সেই ম্যাচটি দেখতে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকরা। ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক লেকিপেকে রিমসের টিকিট অফিসের প্রধান জানিয়েছেন, অনলাইনে চিলি, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মিসর থেকেও কেনা হয়েছে টিকিট। প্রায় ১০ দিন আগেই শেষ হয়েছে সবটিকেট।
আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের মাঠে খেলতে নামবে মেসির নতুন দল পিএসজি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই পিএসজিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।
Discussion about this post