খেলাধূলা ডেস্ক
সদ্য ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসা রোনালদোর আর সাত নম্বর জার্সি পাওয়া হবে না, শোনা যাচ্ছিল এমনটাই।
কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের সাত নম্বর জার্সিটি ফাঁকা নেই। এই জার্সিটি পরেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তার নামেই নিবন্ধন করা হয়েছে সাত নম্বর।
উপায় একটাই ছিল, নিয়ম পরিবর্তন। অথবা কাভানি যদি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে চলে যান। কিন্তু মঙ্গলবারই দলবদলের উইন্ডো বন্ধ হয়ে যাবে। কাভানিকে বিক্রি করার ইচ্ছে নেই ম্যান ইউর। তারপরও রোনালদোই পাচ্ছেন সাত নম্বর জার্সি।
সম্ভবত পর্তুগিজ যুবরাজের জন্য নিয়মে পরিবর্তন আনা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে জানানো হয়েছে, রোনালদো সাত নম্বর জার্সিই পরবেন। তবে ইউনাইটেডের সাইটে এখনও কাভানিকেই সাত নম্বরে দেখা যাচ্ছে।
ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদন, রোনালদো চলে আসায় একাদশে জায়গা পাওয়া বেশ কঠিনই হবে কাভানির। রোনালদোই নিয়মিত পরবেন সাত নম্বর জার্সিটি। কাভানি হয়তো অন্য কোনো জার্সি বেছে নেবেন। ম্যানচেস্টারের সাংবাদিক জোনাথান শ্রাগেরও জানিয়েছেন এই খবর।
এদিকে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রোনালদোই হচ্ছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ আয় করা ফুটবলার। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড সপ্তাহে ৫ লাখ ৮০ হাজার পাউন্ডের মতো বেতন পাবেন, যা কি-না বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮১ লাখ টাকা।
Discussion about this post