খেলাধূলা ডেস্ক
চলতি বছরের ইউরো কাপেই সু্যোগটা এসেছিল রোনালদোর সামনে। সেই আসরে পাঁচ গোল করে গোল্ডেন বুট জিতলেও, আলি দাইকে ছাড়িয়ে যেতে না পারলেও বসেছিলেন ঠিক পাশেই।
তবে ইউরো কাপের পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই আলি দাইকে ছাড়িয়ে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো।
বুধবার রাতে রোনালদোর জোড়া গোলে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। যার সুবাদে ১১১ গোল করে আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলস্কোরার রোনালদো।
এতদিন ধরে রেকর্ডটি ছিল ইরানের আলি দাইয়ের দখলে। তিনি ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত খেলে ১৪৯ ম্যাচে করেছিলেন ১০৯ গোল। প্রায় ১৫ বছর পর রেকর্ডটি ভাঙলেন রোনালদো। নিজের ১৮০তম ম্যাচ খেলতে নেমে দাইকে ছাড়িয়ে গেলেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে নব্বইয়ের বেশি গোল রয়েছে শুধুমাত্র রোনালদো ও দাইয়েরই। এখনও খেলে যাচ্ছেন এমন ফুটবলারদের মধ্যে ৭৬ গোল রয়েছে মেসি, ভারতের সুনিল ছেত্রীর গোল ৭৪টি।
Discussion about this post