খেলাধূলা ডেস্ক
অসাধ্য সাধন কেবলমাত্র শুধু মানুষের পক্ষেই সম্ভব। আর তার সবশেষ উদাহরণ হয়ে থাকলেন চীনের সাঁতারু ঝেং টাও। দুই হাত না থাকার পরও চীনের এই প্যারা-সাতারু টোকিও প্যারালম্পিক আসর থেকে একটি দুটি নয়, চারটি স্বর্ণ জিতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
শুধু তাই নয়, নিজের কন্যার প্রতি পাঠানো তার একটি ভিডিও বার্তা এখন নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে একটি ইভেন্ট জেতার পর ঝেং তাও কন্যার উদ্দেশ্যে বলেছেন, ‘দেখো মা, আমার দুই হাত না থাকার পরও আমি কত দ্রুত সাঁতার কাটতে পারি’।
ছোটবেলায় বৈদ্যুতিক শকে দুই হাত হারানো এই চীনা সাঁতারু টোকিও গেমসের সুইমিং পুলে ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক ও বাটারফ্লাই ইভেন্টে রাজত্ব কায়েম করেছেন। এই তিন ইভেন্টেই তিনি স্বর্ণ জিতেছেন বিশ্ব বা প্যারালম্পিক রেকর্ড গড়ে।
এরমধ্যে ৫০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণ জয়ের ঘটনা চীনের সামাজিক মাধ্যমে বিশেষ নজর কেড়েছে। কারণ, এটি ছিলো প্যারালম্পিক আসরে চীনের ৫০০তম স্বর্ণ জয়ের ঘটনা। ১৯৮৪ সাল থেকে প্যারালম্পিকে অংশ নিচ্ছে চীন।
এর আগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পর ঝেং তাও তার দুই বছরের কন্যা সন্তানের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে উপরের সেই কথাগুলো বলেছিলেন। যা দুনিয়া জোড়া লাখো কোটি মানুষের চোখে পানি এনেছে।
টোকিও গেমসে তাওয়ের সফলতা এতো সহজে আসেনি। এর জন্য তিনি নিজ দেশে প্রতিদিন দশ কিলোমিটার সাঁতার অনুশীলন করতেন ইউনান প্রদেশের এই সাঁতারু।
১৩ বছর বয়স থেকে সাঁতারের প্রতি আগ্রহী হয়ে উঠেন এবং ছয় বছর পর নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে আন্তর্জাতিক আসরে যাত্রা শুরু করেন ঝেং তাও।
আর প্রথমবার প্যারালম্পিকে অংশ নেন ২০১২ সালে লন্ডন গেমসের মাধ্যমে। সেই আসরের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে তিনি স্বর্ণ জিতেছিলেন। এখন পর্যন্ত প্যারালম্পিকে সব মিলিয়ে ৯টি পদক জিতেছেন শারীরিক বাধাকে অতিক্রম করা চীনা সাঁতারু ঝেং তাও।
Discussion about this post