খেলাধূলা ডেস্ক
২০২০ সালে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন আকবর আলীরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে। ওই দলের সদস্য ছিলেন শামীম পাটোয়ারী। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে কিছুদিন আগে জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন এই অলরাউন্ডার। এবার টাইগারদের বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন তিনি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ (বৃহস্পতিবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে নাম আছে এই তরুণ ক্রিকেটারের। প্রথমবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত শামীম। জানালেন বিশ্বকাপের মঞ্চে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলার চ্যালেঞ্জ নিতে চান।
এক ভিডিও বার্তায় শামীম বলেন, ‘বিশ্বকাপে যারা অন্যান্য দলের বড় বড় প্লেয়ারদের সাথে খেলব। ওদের সাথে খেলটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে।’
সঙ্গে যোগ করেন শামীম, ‘যখন যুব বিশ্বকাপ খেলি, তখন জাতীয় দল অত মাথায় ছিল না। খেলাতেই নজর ছিল। আর চিন্তা ছিল যে যত তাড়াতাড়ি জাতীয় দলে আসা যায়। তাই এখন আল্লাহর রহমতে জাতীয় দলে ডাক পেয়েছি, অনেক আনন্দিত আমি।’
চলতি বছরের জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে গিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় শামীমের। আন্তর্জাতিক মঞ্চে নেমেও বাজিমাত করেন নিজের আগ্রাসী ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে। এরপর সুযোগ পান অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। যদিও দেশের হয়ে শেষ কয়েক ম্যাচ মাঠে নামতে পারেননি তিনি। তবে কিছুদিন আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নেন। এবার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন।
শামীমের বিশ্বকাপজয়ী সতীর্থ পেসার শরিফুল ইসলামও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। শামীম শুধু টি-টোয়েন্টি ফরম্যাট খেললেও শরিফুল জাতীয় দলের হয়ে খেলেছেন তিন ফরম্যাটেই। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে গিয়ে অভিষেক ক্যাপ পান তিনি।
শরিফুলকে নিয়ে শামীম জানালেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ দলের দুজন সদস্য আছি। শরিফুল আছে এবং আমি আছি। এটা অনেক আনন্দের বিষয়। আশা করি আমাদের অনূর্ধ্ব-১৯ দলে থেকে আরও ক্রিকেটার জাতীয় দলে আসবে।’
Discussion about this post