খেলাধূলা ডেস্ক
আগামী ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স স্কোয়াডের মধ্যকার লড়াই। যেখানে দুইটি চারদিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহীম।
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি। যেকোনো কঠিন মুহূর্তে তার ব্যাটের দিকেই চেয়ে থাকে বাংলাদেশ দল। কিন্তু সেই মুশফিকুর রহীমের ব্যাটে এখন রানখরা। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর আর ছন্দে নেই মি. ডিপেন্ডেবলখ্যাত এ ব্যাটসম্যান।
নিজের ব্যাটের ছন্দ খুঁজে পেতেই হয়তো বিশ্বকাপে যাওয়ার আগে ‘এ’ দলের হয়ে দুইটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচটি হবে ২ অক্টোবর। এ দুই ম্যাচে এইচপির বিপক্ষে ‘এ’ দলের খেলবেন মুশফিক। রোববার বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন এ তথ্য।
এদিকে দুইটি চারদিনের ও তিনটি ওয়ানডে খেলতে আজ (রোববার) চট্টগ্রাম চলে গেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে থেকেই সেখানে অনুশীলন করছিল এইচপি স্কোয়াডের খেলোয়াড়রা। আগামী ১৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয়টি শুরু হবে ২৩ তারিখ থেকে। পরে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
এইচপি স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড-
মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম ও ইমরুল কায়েস।
* ইমরুল কায়েস কেবল ওয়ানডে সিরিজে খেলবেন।
বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড
তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
Discussion about this post